স্কুলব্যাগে মিললো ফেনসিডিল, কারাগারে তিন ছাত্র
পাবনার ঈশ্বরদীতে স্কুলব্যাগ তল্লাশি করে ৩০ বোতল ফেনসিডিলসহ স্কুল ও মাদরাসার তিন ছাত্রকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর মোড় থেকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে একজন হলেন পাবনা সদর থানার ছাতিয়ানী এলাকার খাইরুল ইসলামের ছেলে শান্ত (২১)। বাকিরা সবাই অপ্রাপ্ত বয়স্ক।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘পাবনা খ’ সার্কেলের উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই চারজন কুষ্টিয়া থেকে মোটরসাইকেলযোগে পাবনায় আসছিলেন। গোপন সংবাদ ছিল তাদের কাছে মাদক রয়েছে। রূপপুর মোড় থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের পিঠে ঝোলানো স্কুলব্যাগ তল্লাশি করে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কর্মকর্তা আরও বলেন, আটকদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শেখ মহসীন/এসআর/জিকেএস