মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধার
ফাইল ছবি
দিনাজপুরের নবাবগঞ্জে রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় মেহেরুনেসা (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের দিঘিরত্না গ্রামের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেরুনেসা উপজেলার বড় মহেশপুর গ্রামের মৃত আহাদ আলীর স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, সন্ধ্যায় নিজ বাড়ি থেকে বেরিয়ে রাস্তা পারাপারের সময় একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই বৃদ্ধার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, পরিবারের আপত্তি না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মো. মাহাবুর রহমান/এসআর/এএসএম