ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মিঠাপুকুরে পিকআপের ধাক্কায় দুই বন্ধু নিহত

নিজস্ব প্রতিবেদক | রংপুর | প্রকাশিত: ০৫:৩১ পিএম, ১৫ অক্টোবর ২০২২

রংপুরের মিঠাপুকুরে পিকআপের ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন। শনিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের সুদূরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই ইউনিয়নের রামনাথেরপাড়া গ্রামের মঞ্জু মিয়ার ছেলে জিয়াম (১৫) ও আরজু মিয়ার ছেলে রনি (১৪)।

স্থানীয়রা জানান, ফজরের নামাজের পর জিয়াম ও রনি ওই এলাকার রাস্তা দিয়ে হাঁটছিলেন। এসময় দ্রুত গতিতে আসা একটি পিকআপ তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ মামলা করেনি। ঘাতক পিকআপটিকে শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জিতু কবীর/আরএইচ/জেআইএম