ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দুই প্রার্থীর সমান ভোট, শরীয়তপুরে লটারিতে বিজয়ী বোরহান

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ০৯:২০ পিএম, ১৭ অক্টোবর ২০২২

শরীয়তপুর জেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলা কেন্দ্রে সদস্য পদে দুই প্রার্থী সমান ভোট পেয়েছেন। পরে লটারিতে টিউবওয়েল প্রতীকের মো. বোরহান মুন্সী বিজয়ী নির্বাচিত হন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. পারভেজ হাসান এতথ্য নিশ্চিত করেছেন।

সমান ভোট পাওয়া দুই সদস্য প্রার্থী হলেন হাতি প্রতীকের কামরুজ্জামান উজ্জ্বল এবং টিউবওয়েল প্রতীকের মো. বোরহান মুন্সী। তারা দুজনই ৭০ ভোট পেয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা পারভেজ হাসান বলেন, যেহেতু দুই সদস্য প্রার্থী সমান ভোট পেয়েছেন, তাই তাদের উপস্থিতিতে লটারি করা হয়েছে। লটারিতে বোরহান মুন্সী বিজয়ী হয়েছেন।

অন্যদিকে সৈয়দ ইকবাল হোসেন ওসমান মীর (তালা), নেছার উদ্দিন মাদবর (তালা), আলী আজগর চুন্নু (টিউবওয়েল) ও আব্রাহাম লিংকন টিউবওয়েল প্রতীকে সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

টেবিল ঘড়ি প্রতীকে আসমা আক্তার ও ফুটবল প্রতীক নিয়ে অ্যাডভোকেট হাবিবুন নাহার (নিপা) সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ছাবেদুর রহমান খোকা সিকদার (চেয়ারম্যান) ও কাইয়ুম পাইক (সদস্য)।

সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে এই ভোটগ্রহণ। নির্বাচনে জেলার ৬৫টি ইউনিয়ন, ছয়টি উপজেলা ও ছয়টি পৌরসভার ৯১৫ জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সদস্য পদে প্রতিদ্বন্দ্বী ছিলেন ২১ জন। এরমধ্যে সাধারণ সদস্য পদে ১৫ জন ও দুটি সংরক্ষিত নারী সদস্য পদে সাতজন।

মো. ছগির হোসেন/এসআর/জিকেএস