জেলা পরিষদ নির্বাচন
নেত্রকোনায় জিতেছেন সাবেক স্বামী-স্ত্রী
আফতাব উদ্দিন ও শাহনাজ পারভীন, তারা দুজনে এখন সাবেক স্বামী-স্ত্রী
নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. আফতাব উদ্দিন। পূর্বধলা উপজেলা নিয়ে গঠিত ৩ নম্বর ওয়ার্ড থেকে তিনি নির্বাচিত হন।
অন্যদিকে পূর্বধলা, দূর্গাপুর ও কলমাকান্দা উপজেলা নিয়ে গঠিত সংরক্ষিত মহিলা আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন শাহনাজ পারভীন। তারা দুজনই সাবেক স্বামী-স্ত্রী।
আফতাব উদ্দিনের প্রতীক অটোরিকশা, আর তার সাবেক স্ত্রী শাহনাজ পারভীনের প্রতীক হরিণ।
এর মধ্যে আফতাব উদ্দিন পেয়েছেন ৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহীদুজ্জামান আকন্দ বৈদ্যুতিক পাখা প্রতীকে পেয়েছেন ৪১ ভোট।
শাহনাজ পারভীন পেয়েছেন ১৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিনা বেগম পেয়েছেন ১৩৭ ভোট।
রোববার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পূর্বধলা উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে ভোটগ্রহণ হয়। সমাজসেবা অফিসার মুহিবুল্লাহ হক প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
এইচ এম কামাল/জেডএইচ/