ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, গাড়িচালক গ্রেফতার
গ্রেফতার আবদুল কাদের
ফেনীর পরশুরামে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবদুল কাদের (৪০) নামে এক গাড়িচালককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৭ অক্টোবর) দিনগত রাত ৩টার দিকে অভিযুক্ত কাদের পৌর এলাকার উত্তর কোলাপাড়ায় ওই গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন।
মামলা সূত্রে জানা যায়, কাদের দীর্ঘদিন ধরে ওই গৃহবধূর স্বামীর রেন্ট এ কারের গাড়ি চালাতেন। এ কারণে ওই বাড়িতে কাদেরের যাতায়াত ছিল। সোমবার রাতে ওই নারীর স্বামী ঘরে না থাকার সুযোগে ওই বাড়িতে গিয়ে দরজায় টোকা দেন অভিযুক্ত। এসময় ওই নারী তার স্বামী বাড়িতে এসেছেন ভেবে দরজা খুলে দেখেন বাইরে কাদের দাঁড়িয়ে আছেন। এসময় তিনি কাদেরকে দেখে হতভম্ব হয়ে যান এবং এত রাতে কেন তার বাড়িতে এসেছেন জিজ্ঞেস করলে তিনি জরুরি কথা আছে বলে জোর করে ওই নারীকে ঘরে নিয়ে যান।
একপর্যায়ে তাকে ধর্ষণের চেষ্টা করলে গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এসে কাদেরকে আটক করে পুলিশে খবর দেন। পরে ভুক্তভোগী বাদী হয়ে পরশুরাম মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার পর অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আবদুল্লাহ আল-মামুন/এমআরআর/এমএস