ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৯:৩৪ এএম, ১৯ অক্টোবর ২০২২

ফেনীর দাগনভূঞা উপজেলায় পুকুরের পানিতে ডুবে মিশ্রিতা রানী দাস নামের বিশ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ জায়লস্কর গ্রামের জেলে বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু মিশ্রিতা রানী দাস ওই এলাকার প্রবাসী সঞ্জীব চন্দ্র দাসের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিশ্রিতা রানী দাস বাড়ির লোকজনের অগোচরে পুকুরের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তাকে ভাসতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আসিফ ইকবাল জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।

আবদুল্লাহ আল-মামুন/এমআইএইচএস/জেআইএম