দুর্গাপুর পৌরসভার মেয়র আলাল উদ্দিন আর নেই
দুর্গাপুর পৌরসভার মেয়র আলাল উদ্দিন
নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার মেয়র মো. আলাল উদ্দিন (৫৬) মারা গেছেন। মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত পৌনে একটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
আলাল উদ্দিন দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ নানা জটিল রোগে ভুগছিলেন। গত ১২ সেপ্টেম্বর থেকে ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন তিনি।
গত পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে জয়লাভ করেন আলাল উদ্দিন। তার বাবা আলী হোসেন উপজেলার কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। মুক্তিযুদ্ধের স্বপক্ষে থাকায় একাত্তরে পাকিস্তানি বাহিনী তাকে নির্মমভাবে হত্যা করে।
মৃত্যুকালে আলাল উদ্দিন দুই স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার দুই স্ত্রী আনোয়ারা বেগম ও সুরমী আক্তার এবার জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে অংশ নেন।
এরমধ্যে ছোট স্ত্রী সুরমী জয়ী হন। আলালের বড় স্ত্রী আনোয়ারা বেগম দুর্গাপুর পৌরশহরের আত্রাখালি এলাকায় বসবাস করেন। আর সুরমী আক্তারকে নিয়ে আলাল শহরের তেরিবাজার এলাকায় থাকতেন।
আলালের ভাগ্নে শাহ কুতুব উদ্দিন তালুকদার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার বাদ আসর দুর্গাপুরের সুসং সরকারি কলেজ মাঠে আলাল উদ্দিনের জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হবে।
এইচ এম কামাল/এমআরআর/জেআইএম