ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সর্বোচ্চ ভোট পেয়ে জেলা পরিষদ সদস্য হলেন আয়শা

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ১৯ অক্টোবর ২০২২

মাদারীপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুনির চৌধুরী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন ইলিয়াস হোসেন। সেইসঙ্গে সংরক্ষিত মহিলা সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন আয়শা সিদ্দিকা।

ফলাফলে দেখা যায়, আয়শা সিদ্দিকা (মুন্নি) ফুটবল মার্কায় সর্বোচ্চ ৩০৫ ভোট পেয়ে মাদারীপুর জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিনা বেগম হরিণ মার্কায় ৯৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

রাজৈর ও শিবচর উপজেলায় সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আয়শা সিদ্দিকা মুন্নি বলেন, এ বিজয় আমার নয়; এটা শিবচরের জনগণের বিজয়। এটা জাতীয় সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী এমপির বিজয়।

মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন জানান, নির্বাচনে সাধারণ সদস্য পদে আটজন ও সংরক্ষিত সদস্য পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন । নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে

এসআর/এএসএম