চাঁদপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত
ফাইল ছবি
চাঁদপুরের কচুয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় রাজন সাহা (৩৭) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন মোটরসাইকেলের অপর আরোহী সুমন।
বুধবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে কচুয়া-হাজীগঞ্জ আঞ্চলিক সড়কের কালচৌঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজন ফরিদগঞ্জ উপজেলার ষোলদানা গ্রামের গোবিন্দ সাহার ছেলে। আহত সুমন একই গ্রামের নেপালের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে হাজীগঞ্জ থেকে কচুয়ায় আসার পথে ঢাকাগামী কাভার্ডভ্যানটি মোটরসাইকেলকে ওভারটেক করার সময় পাশ থেকে ধাক্কা দেয়। এর ফলে মোটরসাইকেলটি রাস্তায় পড়ে গেলে ঘটনাস্থলেই চালক রাজন সাহা নিহত হন। এসময় মোটরসাইকেল আরোহী সুমন আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল বলেন, দুর্ঘটনার পর চালক কাভার্ডভ্যান নিয়ে পালিয়ে যায়। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নজরুল ইসলাম আতিক/এমআরআর/এএসএম