পাওনা টাকা নিয়ে বাগবিতণ্ডা, ছুরিকাঘাতে বন্ধুকে হত্যা
ফাইল ছবি
কক্সবাজারের টেকনাফে পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে বন্ধুকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৯ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার বরইতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম করিম উল্লাহ (২৫)। তিনি টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকার আব্দুস সালামের ছেলে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, করিম উল্লাহ ওই এলাকার নুর মোহাম্মদের (২৬) কাছে টাকা পান। বুধবার রাতে পাওনা টাকা চাইতে গেলে দুজনের মাঝে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে করিম উল্লাহকে ছুরিকাঘাত করেন নুর মোহাম্মদ। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সায়ীদ আলমগীর/আরএইচ/জেআইএম