ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে কুমার নদে গোসল করতে নেমে স্কুলছাত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৭:১৫ এএম, ২২ অক্টোবর ২০২২

ফরিদপুরের নগরকান্দায় কুমার নদে গোসল করতে নেমে পানিতে ডুবে রাফা মুসফিক (৯) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার কাইচাইল ইউনিয়নের পোড়াদিয়া মাঝিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

রাফা মুসফিক পোড়াদিয়া মাঝিকান্দা গ্রামের খোকন মাতুব্বরের মেয়ে। সে পুড়াদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল।

কাইচাইল ইউনিয়ন (ইউপি) পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার ওই বাড়িতে একটা অনুষ্ঠানে রাফাসহ ৮ থেকে ১০ জন শিশু রং নিয়ে খেলা শেষে বাড়ির পাশে কুমার নদে গোসল করতে যায়। পানিতে ঝাঁপাঝাপি করার সময় হঠাৎ রাফা নদের পানিতে ডুবে যায়। সঙ্গে থাকা অন্য শিশুরা রাফার পরিবারকে জানায়। পরে স্বজন ও স্থানীয়রা নদে খোঁজাখুঁজি করে অচেতন অবস্থায় উদ্ধারের পর নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন।

এন কে বি নয়ন/এমআইএইচএস