শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে : মায়া
শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত চেষ্টার মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করার আহ্বান জানিয়েছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। শুক্রবার মোহনপুর আলী আহম্মদ মিয়া বহুমূখী মহাবিদ্যালয় মাঠে শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষক ও অভিভাবকের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ কাজে শিক্ষকের পাশাপাশি অভিভাবকদেরকেও দায়িত্ব নিতে হবে। শিক্ষার মান এখন আগের চেয়ে অনেক উপরে।
মায়া বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রয়োজন সোনার মানুষ। সেই সোনার মানুষ গড়ার কারিগর হচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষকদের প্রয়োজনে আমাদের সরকার আপনাদের পাশে আছে বলেও জানান তিনি।
মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মামুন অর রশিদের সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য রিয়াজ উদ্দিন মানিক, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ, চাঁদপুর সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কবির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন, সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস।
এছাড়াও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সরকার ইমন, ছেংগারচর পৌরসভার মেয়ার আলহাজ¦ রফিকুল আলম জজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এইচএম জাহাঙ্গীর আলম হাওলাদার, শিক্ষক সমিতির সভাপতি আহমেদ আল কামাল, শিক্ষক নেতা জহিরুল ইসলাম, কুলসুম আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
ইকরাম চৌধুরী/এসকেডি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ