ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

টাঙ্গাইলে পল্লী চিকিৎসককে গুলি করে হত্যা

প্রকাশিত: ০২:৩১ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

টাঙ্গাইল সদর উপজেলার মামুদনগর ইউনিয়নের গোল চত্বর এলাকায় ইকবাল হোসেন নামে এক পল্লী চিকিৎসককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।  শুক্রবার রাতে উপজেলার গোলচত্বর এলাকার খেয়া ঘাটে এ ঘটনা ঘটে।

নিহত ইকাবাল উপজেলার বাহুলী গ্রামের মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে।

টাঙ্গাইল র‌্যাব-১২(সিপিসি-৩) এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, গোলচত্বর বাজারে পল্লী চিকিৎসার পাশাপাশি ইকবালের বিকাশের দোকান ছিল। তিনি রাত ১০টার দিকে বাড়ি ফেরার পথে গোলচত্বর এলাকার খেয়া ঘাটে নদী পার হচ্ছিলেন। এ সময় ৮/১০ জনের একটি ডাকাত দল তাকে গুলি করে সঙ্গে থাকা টাকা নিয়ে যায়। আহত অবস্থায় তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতলে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

এসএস/এমএস