ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে ৪ মৃত্যুর ঘটনায় মামলা

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ২৬ অক্টোবর ২০২২

গাজীপুর মহানগরীর বড়বাড়ী এলাকায় হাজী ওয়াহেদ আলী ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডারবাহী একটি কাভার্ডভ্যানে বিস্ফোরণে চারজনের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে।

সকালে ছয়জনের নাম উল্লেখ করে বুধবার (২৬ অক্টোবর) সকালে গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবদুল্লাহ ইবনে সাইদ বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় অভিযুক্তরা হলেন- হাজী ওয়াহেদ আলী ফিলিং স্টেশনের চেয়ারম্যান মো. সালেহীন ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রহমান, পরিচালক মো. মোজাম্মেল হক সরকার, শাহরিয়ার মাহমুদ সিয়াম, নুসাইবা আলীম ঐশি, উষা শিখাসহ সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানের মালিক। এছাড়া অজ্ঞাত আরও পাঁচ-ছয়জনকে এ মামলায় আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, ১৩ অক্টোবর সন্ধ্যায় বড়বাড়ী এলাকায় হাজী ওয়াহেদ আলী ফিলিং স্টেশনে ঝুঁকিপূর্ণ মেশিনের মাধ্যমে গ্যাস সরবরাহ ও সংরক্ষণ করার সময় কাভার্ডভ্যানবাহী সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে অগ্নিদগ্ধ হয়ে চারজন মারা যান।

নিহতরা হলেন- গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আল-আমিন (২৪), ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার মিত্রবাটি গ্রামের আজিজুল ইসলামের ছেলে আনোয়ারুল ইসলাম (২৮), মৌলভীবাজার সদর উপজেলার দক্ষিণ সুলাইন গ্রামের ফজলু মিয়ার ছেলে মিঠ (২৬), চট্টগ্রামের হাটহাজারী থানার পশ্চিম দেওয়ান নগর নাজিম উদ্দিনের ছেলে পারভেজ (৩১)।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম হোসেন জাগো নিউজকে বলেন, ফিলিং স্টেশন কর্তৃপক্ষের অবহেলা ও ক্রুটিযুক্ত ও ঝুঁকিপূর্ণ যন্ত্রাংশ ব্যবহার, ক্রুটিযুক্ত ডিসপেন্সার দিয়ে ক্রুটিযুক্ত গ্যাস সিলিন্ডারে গ্যাস সরবরাহকালে এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চালানো হবে।

মো. আমিনুল ইসলাম/এসজে/এএসএম