ফ্রান্সের তিন সাংবাদিককে ড্রোন ব্যবহারের অনুমতি দেয়া হয়নি
ফাইল ছবি
ড্রোন ব্যবহারের জন্য মন্ত্রণালয় ও বন বিভাগ ফ্রান্সের তিন সাংবাদিককে কোনো অনুমতি দেয়নি বলে জানিয়েছেন বন সংরক্ষক মো. জহির উদ্দিন আহমেদ।
সুন্দরবন দিবস উপলক্ষে শনিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সুন্দরবন একাডেমি এই সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে বন সংরক্ষক আরও বলেন, সুন্দরবনের যে স্থানে বাঘের সংখ্যা কম সেখানে অন্য স্থান থেকে বাঘ এনে দেয়ার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। গ্রহণ করা হয়েছে বাঘের বংশ বিস্তরের পদক্ষেপ।
তিনি বলেন, সুন্দরবন থেকে স্বল্প পরিমাণে গোলপাতা, মাছ ও মধু আহরণের অনুমতি দেয়া হয়েছে। তবে ইঞ্জিনচালিত কোন যানবাহন চলতে পারবে না।
সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক আনোয়ারুল কাদীর বলেন, প্রতি বছরের মতো এবারও সুন্দরবন দিবস পালিত হবে। এ দিবসটি উপলক্ষে নগরীর জাতিসংঘ শিশু পার্কে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্য রয়েছে স্কুলভিত্তিক চিত্রাঙ্কন ও বক্তৃতা প্রতিযোগিতা, আলোচনা সভা, র্যালি, সেমিনার ও কর্মশালা।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে সুন্দরবন একাডেমি সব সময় সোচ্চার। বিদ্যুৎ কেন্দ্রের কয়লা পরিবহন করাসহ সব বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়ে আসছে।
এ সময় উপস্থিত ছিলেন সুন্দরবন একাডেমির পরিচালক ফারুক আহমেদ।
আলমগীর হান্নান/এসএস/এমএএস/এবিএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ