ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টঙ্গীতে শিশু ধর্ষণের অভিযোগ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ৩০ অক্টোবর ২০২২

গাজীপুরের টঙ্গীতে চকলেট দেওয়ার কথা বলে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে জয়নাল আবেদীন জনি (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩০ অক্টোবর) মাছিমপুর নজরুলের বস্তি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জয়নাল আবেদীন জনি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বিদ্যাগঞ্জ এলাকার মোজাম্মেল হকের ছেলে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, ওই শিশুর মা-বাবা ওই এলাকার নজরুলের বস্তিতে ভাড়া থাকেন। অপরদিকে জয়নাল আবেদীন জনি পাশের মিজানের বস্তিতে ভাড়া থাকেন। শনিবার বিকেলে জনি ওই শিশুকে চকলেট দেওয়ার কথা বলে ঘরে ডেকে ধর্ষণ করেন। পরে শিশুটি কান্নাকাটি করতে থাকলে তার মা বিষয়টি টের পান। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে আসামি জয়নাল আবেদীন জনিকে গ্রেফতার করে।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/জিকেএস