ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হত্যার ২৯ বছর পর রায়, দুই ভাইয়ের আমৃত্যু কারাদণ্ড

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৬:৩০ পিএম, ৩১ অক্টোবর ২০২২

গাজীপুরের শ্রীপুর থানা এলাকায় সুলতান উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তি হত্যার ২৯ বছর পর রায় ঘোষণা করেছেন আদালত। এতে দুই ভাইয়ের আমৃত্যু ও ১০ হাজার টাকা করে জরিমানা এবং পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক বাহাউদ্দিন কাজী এ রায় ঘোষণা করেন। এছাড়া রায়ে একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

আমৃত্যু দণ্ডপ্রাপ্ত দুই ভাই হলেন- মাইন উদ্দিন (৬৫) ও আবুল কাসেম ব্যাপারী (৬০)। যাবজ্জীবনপ্রাপ্তর হলেন- দুলাল উদ্দিন (৫০), আ. মান্নান (৫৫), মাইন উদ্দিন (৬০), মো. আজিজুল হক (৬০)। বেকসুর খালাসপ্রাপ্ত হলেন গিয়াস উদ্দিন (৬০)।

বাদী পক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান বাহাদুর জাগো নিউজকে বলেন, জমি-জমা নিয়ে সুলতান ও আসামিদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। ১৯৯৩ সালের ১৫ সেপ্টেম্বর রাত ১১টার দিকে সুলতান, তার ভাই মোতাহার হোসেন ও প্রতিবেশী মুজিবুর রহমান পারিবারিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করছিলেন। পরে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ আসামিরা সুলতানের ঘরের খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকে। এক পর্যায়ে সুলতানকে ধারালো অস্ত্রে কুপিয়ে ও গুলি করে হত্যা করে তারা। এ সময় এগিয়ে গেলে নিহতের দুই ছেলে মোবারক হোসেন ও আবুল কালাম আজাদকেও কুপিয়ে জখম করা হয়। পরদিন নিহত সুলতানের ভাই মোতাহার হোসেন বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেন।

এ আইনজীবী আরও বলেন, সাক্ষ্য প্রমাণ শেষে আদালত দুজনকে আমৃত্যু ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।

মো. আমিনুল ইসলাম/এসজে/জেআইএম