রাঙামাটিতে রোহিঙ্গা গণনা কার্যক্রম চলছে
ফাইল ছবি
রাঙামাটি জেলায় চলছে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা গণনা কার্যক্রম। শুক্রবার থেকে জেলার সবকয়টি ইউনিয়নে এই শুমারি কার্যক্রম শুরু হয় বলে জানিয়েছে জেলা পরিসংখ্যান অফিস।
সূত্র জানায়, গোটা জেলাকে ২৩টি জোনে ভাগ করে মোট ৩৫৫ গণনাকারী ও ৩৫ সুপাভাইজার এ শুমারির গণনার কাজ করছেন। এছাড়া প্রতিটি জোনে একজন করে নিয়োগ করা হয়েছে জোন কর্মকর্তা। শুমারি কার্যক্রম চলবে আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
রাঙামাটি পরিসংখ্যানের ২ নম্বর শুমারি সমন্বয়কারী মো. সাইদুল হক জানান, এ জেলায় অবস্থানরত অনিবন্ধিত মিয়ানমারের নাগরিকত্বধারী রোহিঙ্গা গণনার শুমারি কায়ক্রম শুরু হয়েছে। জেলার মোট দশ উপজেলায় চলতি ছয় দিনের মধ্যে গণনা কার্যক্রম শেষ হবে। এ গণনার মাধ্যমে বাংলাদেশের নাগরিক নন, অবৈধভাবে এ দেশে বসবাস করছেন এমন রোহিঙ্গাদের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) পরিচয়পত্র দেবে। এতে নিবন্ধনের আওতায় আনা হবে রোহিঙ্গাদের।
তিনি আরও জানান, পরিচয়পত্র পাওয়া নিবন্ধিত রোহিঙ্গারা আইওএম’এর পক্ষ হতে চিকিৎসা সেবা, নিজেদের মাতৃভাষায় পড়ালেখার জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থা ও আইনি সহায়তাসহ মৌলিক সুযোগ-সুবিধা পাবেন। তবে বাংলাদেশে অবস্থানরত অনিবন্ধিত কোনো মিয়ানমার নাগরিক বা রোহিঙ্গা এসব সুযোগ-সুবিধা পাবেন না। তারা বাংলাদেশের অবৈধ নাগরিক বলে গণ্য হবেন।
সুশীল প্রসাদ চাকমা/এমএএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ২ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ৩ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৪ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৫ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি