ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৬:০৬ পিএম, ০৩ নভেম্বর ২০২২

ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে সিয়াম মোল্লা (৩৭) নামের একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে, তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক শিয়াবুল ইসলাম এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত সিয়াম মোল্লার বাড়ি সালথা উপজেলার রায়েরচর গ্রামে। তিনি ফরিদপুর শহরে একটি গ্যাস সাপ্লাইয়ের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

রাষ্ট্রপক্ষের আইজীবী এপিপি সানোয়ার হোসেন জাগো নিউজকে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২০ সালের ১৬ এপ্রিল রাতে পারিবারিক কলহের জেরে গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রী শারমিন আক্তারকে (২২) শ্বাসরোধে হত্যা করেন সিয়াম মোল্লা। পরদিন ওই ভাড়া বাড়ির তালা ভেঙে শারমিনের মরদেহ উদ্ধার করে ফরিদপুর কোতায়ালি থানার পুলিশ।

এ ঘটনায় নিহত শারমিন আক্তারের মা আলেয়া বেগম বাদী হয়ে থানায় মামলা করেন। এতে সিয়াম মোল্লাকে একমাত্র আসামি করা হয়। পরে সিয়াম মোল্লার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। সাক্ষা-প্রমাণ শেষে বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন আদালত।

এন কে বি নয়ন/এসআর/জেআইএম