বাগেরহাটে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
বাগেরহাটের মোল্লাহাটে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে খুলনা-ঢাকা মহাসড়কের মোল্লাহাট উপজেলার রাজপাট খালের মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন খুলনা সদরের মোজাম্মেল হক মোল্লার ছেলে জুবায়ের হাসনাত (২৫) ও শহিদুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল শাহরিয়ার (২০)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মোটরসাইকেলে করে ওই দুই যুবক মোল্লাহাট থেকে খুলনার দিকে যাচ্ছিলেন। পথে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।
ওসি আরও বলেন, পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। ঘাতক বাস জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।
এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান