ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লিফটের জন্য খুঁড়ে রাখা গর্তে ডুবে ২ শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি | মির্জাপুর (টাঙ্গাইল) | প্রকাশিত: ০৯:৩৫ এএম, ০৫ নভেম্বর ২০২২

টাঙ্গাইলের মির্জাপুরে নির্মাণাধীন ভবনে লিফট স্থাপনের জন্য খুঁড়ে রাখা গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো- গোড়াই সোহাগপুর এলাকার লাল চাদের ছেলে আব্দুল্লাহ (৩) এবং একই এলাকার ফজলুল করিমের মেয়ে খাদিজা (৩)।

পুলিশ জানায়, আড়াইটার দিকে পাশাপাশি বাড়ির ওই দুই শিশু বাড়ি থেকে বের হয়। বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির পর বিকেল ৫টার দিকে ওই এলাকার খোরশেদ আলমের নির্মাণাধীন ভবনে লিফট স্থাপনের জন্য খুঁড়ে রাখা গর্তের পানিতে ভাসমান অবস্থায় তাদের দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে। মরদেহ দুটির সুরতহাল করা হয়েছে। গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জাগো নিউজকে বলেন, শিশু দুটির মরদেহ উদ্ধার হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এস এম এরশাদ/এসজে/জেআইএম