ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রোহিঙ্গাদের আমরা বোঝা মনে করছি না: পরিকল্পনামন্ত্রী

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ০২:৩৮ পিএম, ০৫ নভেম্বর ২০২২

রোহিঙ্গাদের তাদের দেশে ফেরাতে মিয়ানমারের সঙ্গে আলোচনা চলছে। তবে তারা (মিয়ানমার) একেক সময় একেক কথা বলছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, রোহিঙ্গাদের আমরা বোঝা মনে করছি না। তারা বিপদে পড়ে আমাদের দেশে চলে এসেছে। আমরা তাদের জায়গা দিয়েছি। আমরা বিশ্বাস করি মিয়ানমার যারা পরিচালনা করে তারা ন্যায়ের পথ দেখবে এবং সমঝোতার পথে আসবে।

শনিবার (৫ নভেম্বর) সকালে সুনামগঞ্জের পৌর শহরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বের র‌্যালি শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন।

jagonews24

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আওয়ামী লীগের সঙ্গে জনগণ আছে। তারা দেখছে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে কী করছে। তারাই বিচারক। সুতরাং কে ক্ষমতায় থাকবে সেই শেষ বিচারের রায় দেশের জনগণ দেবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পৌরসভার মেয়র নাদের বখতসহ আনেকে।

লিপসন আহমেদ/এসজে/এমএস