ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আলুক্ষেত থেকে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৯:৩৩ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

চাঁদপুরের কচুয়ায় দেবপুর প্রধানিয়া বাড়ির সামনের এক আলু ক্ষেত থেকে গোলাম রাব্বি নামে এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুরে কচুয়ার স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশের এসআই মাহাবুব ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নিয়ে আসে।

রাব্বীর বাবা ইব্রাহিম খলিল জাগো নিউজকে জানান, রাব্বিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ সময় তিনি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

কচুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে হত্যার কোনো কারণ এখনো জানা যায়নি।

ইকরাম চৌধুরী/এফএ/এসএস/এমএস