ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে পরিবেশ দূষণ থেকে উত্তরণে গণশুনানি

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০১:৪৭ পিএম, ০৭ নভেম্বর ২০২২

গাজীপুরে পরিবেশ দূষণ থেকে উত্তরণের উপায় নিয়ে একটি গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) সকালে গাজীপুর পিটিআই’র শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়াম এ গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বেলা, বাংলাদেশ নদী পরিব্রাজক দল, ক্যাথলিক এজেন্সি ফর ওভারসিস ডেভেলপমেন্ট ও সুইডেন স্ভেরিজের যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলার প্রধান নির্বাহী সৈয়দা রেজওয়ানা হাসান।

jagonews24

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা নদী রক্ষা কমিটির সদস্য এডভোকেট রিনা পারভীন, গাজীপুর ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক।

এতে বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন। গণশুনানিতে গাজীপুরের শিল্প দূষণ, নদী-খাল-জলাশয়ের বর্তমান অবস্থা, বন দখল, বর্জ্য ব্যবস্থাপনা এবং জনদুর্ভোগ বিষয়ক উপস্থাপনা করেন গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক অসীম বিভাকর।

jagonews24

এসময় জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সভাপতি-সাধারণ সম্পাদক, স্থানীয় গণমাধ্যম কর্মী, সরকারি দপ্তরের কর্মকর্তাসহ জেলার নদ-নদী কেন্দ্রিক নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মো. আমিনুল ইসলাম/জেএস/জিকেএস