ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বেকারিতে কাঠের গুঁড়া মিশিয়ে পাউরুটি তৈরি, জরিমানা ২০ হাজার

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৬:১২ পিএম, ০৭ নভেম্বর ২০২২

সিরাজগঞ্জে পাউরুটি তৈরির ময়দার সঙ্গে কাঠের গুঁড়া মেশানোর অপরাধে বেকারিকে ২০ হাজার টাকা এবং কেকের সেলফে ময়লা থাকায় আরেক দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) দুপুরে সদর উপজেলার হোসেনপুর ও বড় বাজারে এ অভিযান পরিচালনা করেন সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

তিনি জাগো নিউজকে বলেন, রুটি তৈরির ময়দার সঙ্গে কাঠের গুঁড়া মেশানোয় কল্পনা বেকারিকে ২০ হাজার টাকা ও কেকের সেলফে ময়লা থাকার দায়ে বনলতা সুইটসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আরও দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সহকারী পরিচালক।

এসজে/জিকেএস