ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিরামপুর আওয়ামী লীগের সম্মেলনে দুই মঞ্চ, বিভক্তিতে নেতাকর্মীরা

উপজেলা প্রতিনিধি | হিলি (দিনাজপুর) | প্রকাশিত: ০৬:৫১ পিএম, ০৮ নভেম্বর ২০২২

দিনাজপুরের বিরামপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন দীর্ঘ ১০ বছর পর বুধবার (৯ নভেম্বর) অনুষ্ঠিত হবে। তবে সম্মেলনকে কেন্দ্র করে দুই স্থানে দুটি মঞ্চ নির্মাণ করা হয়েছে। এতে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়েছেন। দুই মঞ্চের আয়োজকদের দাবি, কেন্দ্রের নির্দেশেই তারা আয়োজন করেছেন।

উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১২ সালে মিজানুর রহমান মন্ডলকে সভাপতি এবং খায়রুল আলমকে সাধারণ সম্পাদক নির্বাচন করে ৬৭ সদস্যর উপজেলা আওয়ামী লীগের তিন বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়। এরই মধ্যে ৬৭ সদস্যের মধ্যে ১১ সদস্যের মৃত্যু হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু। এ কারণে জেলা আওয়ামী লীগ কয়েক মাস আগে তাকে দলের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দিয়ে যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ কবিরকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। সে সময় থেকে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা দুভাগে বিভক্ত হন।

স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনায় বিরামপুর পাইলট মাঠে কাউন্সিলের মঞ্চ তৈরি ও অন্যান্য প্রস্তুতি নিয়েছেন। অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মন্ডল ও সাবেক উপজেলা চেয়ারম্যান পারভেজ কবীরের দাবি কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে ব্যক্তিগত প্রতিষ্ঠান ২ নম্বর রাইস মিলে কাউন্সিলকে ঘিরে মঞ্চ তৈরি করছেন।

মঙ্গলবার (৮ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, বিরামপুর পাইলট স্কুলের মাঠে বিশাল এক মঞ্চ তৈরি করা হয়েছে। বিশাল একটি নৌকার আদলে মূল মঞ্চের নকশা করা হয়েছে। অপরদিকে বিরামপুর ঢাকামোড়ে দলের সভাপতি নিজ সম্পত্তি ২ নম্বর রাইসমিলে চাতালে একই আদলে তৈরি করা হয়েছে কাউন্সিলের মঞ্চ।

কাউন্সিলের বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল ইসলাম জাগো নিউজকে বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনায় বিরামপুর পাইলট স্কুল মাঠে কাউন্সিলের মঞ্চ তৈরি করেছি। মঞ্চে প্রায় ৬০ হাজার নেতাকর্মীর বসার ব্যবস্থা করেছি। প্রস্তুতি শেষ। বিরামপুর উপজেলায় আওয়ামী লীগের সম্মেলন একটি উৎসবে পরিণত হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নির্দেশে ২ নম্বর রাইস মিলে সম্মেলনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সম্মেলনের বিষয়ে কমিটির সবাই জানেন। যদি কোনো পক্ষ বিশৃঙ্খলার চেষ্টা করে, তাহলে সেই দায়ভার তাদেরই নিতে হবে।

মো. মাহাবুর রহমান/এসজে/এএসএম