ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

এক ঘণ্টার উপজেলা চেয়ারম্যান অহনা

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৯:১২ পিএম, ০৮ নভেম্বর ২০২২

নারীর ক্ষমতায়ন উদ্বুদ্ধকরণে ফেনীতে গার্লস টেকওভার অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘ক্ষমতায় সমানে সমান’। টেকওভারের মাধ্যমে সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন থেকে এক ঘণ্টার জন্য প্রতীকী দায়িত্ব পালন করেছেন ফেনী জেলা ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সের (এনসিটিএফ) সভাপতি ফারজানা আহমেদ অহনা।

মঙ্গলবার (৮ নভেম্বর) সোনাগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।

এ সময় তিনি বলেন, শিশুদের অধিকার এখন কথা বলার মধ্যে সীমাবদ্ধ নয়। এখন সব কিছু বাস্তবায়ন হচ্ছে। কন্যা শিশুদের আলাদা দিবসের এখন প্রয়োজন নেই। প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিশুরা তাদের অধিকার পাচ্ছে। তাদের প্রতি ওনার ভালোবাসা ভাষায় প্রকাশ করা যাবে না।

প্রতীকী দায়িত্ব নিয়ে অহনা বলেন, ‘প্রতীকী হলেও এটি জীবনের অনেক বড় পাওয়া। দেশে কন্যা শিশুরা এখন পিছিয়ে নেই। এ প্রতীকী দায়িত্ব আমাকে জীবনে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেবে। বিশেষ করে দেশের জন্য কাজ করতে উৎসাহিত করবে।’

তিনি আরও বলেন, প্রতীকী দায়িত্ব ছাড়া ভবিষ্যতে যদি বাস্তবিক উপজেলা চেয়ারম্যান হতে পারি শিশুদের অধিকার রক্ষায়, অসহায় মানুষের পাশা দাঁড়ানো, বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা, সোনাগাজী উপজেলার উপকূলের শিশুদের সুযোগ সুবিধা নিশ্চিতসহ মানুষের কল্যাণের জন্য কাজ করবো। এ সময় তিনি শিশু অধিকার রক্ষায় বিভিন্ন পরামর্শ উপস্থাপন করেন।

আবদুল্লাহ আল-মামুন/এসজে/এমএস