ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভ্যানিটি ব্যাগে মিললো ৪ হাজার ইয়াবা, গ্রেফতার ২

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৮:২২ এএম, ০৯ নভেম্বর ২০২২

ফেনীতে তিন হাজার ৯৪০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নোয়াপাড়া গ্রামের হানিফের মেয়ে সাহাজিদা (৫০) ও একই উপজেলার পুরান বল্লম পাড়া গ্রামের সৈয়দ আলমের মেয়ে আম্বিয়া (৩২)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাত আড়াইটার দিকে ফেনীর মহিপালে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশী করে র‌্যাব। এসময় ঢাকাগামী পরিবহনের ওঠার সময় সাহাজিদা ও আম্বিয়ার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে তিন হাজার ৯৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ফেনী র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. জুনায়েদ জাহেদী বলেন, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। গ্রেফতার দুই নারীকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, র‌্যাবের হাতে ইয়াবাসহ আটক নারীদের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/জেএস/জেআইএম