মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় আবিদা সুলতানা নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পূর্বদুলাল গ্রামের হারুন অর রশিদের মেয়ে।
মঙ্গলবার (৮ নভেম্বর) রাত ৮টরা দিকে মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চল এলাকার ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোল্লা টুটুল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, হারুন অর রশিদ পরিবার নিয়ে শিল্পাঞ্চলের নিউটেক্স কারখানার পেছনে ভাড়া বাসায় থাকতেন। বাড়ির সবার অজান্তে আবিদা হাঁটতে হাঁটতে বাসার বাইরে মহাসড়কে উঠে যায়।
এসময় দ্রুতগতির একটি যান শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এস এম এরশাদ/জেএস/এমএস