ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেহেরপুরে দুই মিষ্টি ব্যবসায়ীর জরিমানা

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ০৭:০৮ পিএম, ০৯ নভেম্বর ২০২২

মেহেরপুরের গাংনীতে দুই ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (৯ নভেম্বর) উপজেলার বামন্দী বাজারে অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ গাংনী উপজেলার বামন্দী বাজারে এ জরিমানা আদায় করেন।

এসময় র‌্যাব-৬ (গাংনী) ক্যাম্পের কমান্ডার আবুল কালাম আজাদ ও জেলা স্যানিটারি ইন্সপেক্টর তাজিমুল হক উপস্থিত ছিলেন।

সজল আহমেদ বলেন, বাজারের মেসার্স হানিফ মিষ্টান্ন ভাণ্ডারকে ৫০ হাজার টাকা ও মেসার্স আমিন মিষ্টান্ন ভাণ্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাজার কমিটির মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্যের অনাকাঙ্ক্ষিত মূল্য বৃদ্ধির বিষয়ে সতর্ক করা হয়েছে।

আসিফ ইকবাল/আরএইচ/এএসএম