ফরিদপুরে বাস-মিনিবাস বন্ধে মাইকিং
১২ নভেম্বর ফরিদপুরে বিএনপির গণসমাবেশকে সামনে রেখে বাস-মিনিবাস চলাচল বন্ধ রাখার প্রচারণা চালানো হচ্ছে। জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে শহরজুড়ে মাইকিং করা হচ্ছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল থেকে শহর ও আশপাশের এলাকায় অটোরিকশায় মাইকিং করতে দেখা যায়।
মাইকিংয়ে বলা হয়, মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার, নছিমন, করিমন, ভটভটি, মাহিন্দ্রা, ব্যাটারিচালিত অবৈধ যান অবাধে চলাচলের প্রতিবাদে আগামী ১১ নভেম্বর শুক্রবার সকাল ৬ থেকে ১২ নভেম্বর শনিবার রাত ৮ টা পর্যন্ত ফরিদপুর জেলার সব রুটে বাস-মিনিবাস চলাচল বন্ধ রাখতে বলা হলো। আদেশ ক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক ফরিদপুর জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

এর সত্যতা নিশ্চিত করে ফরিদপুর পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সহ-সভাপতি জুবায়ের জাকির জাগো নিউজকে বলেন, বাস-মিনিবাস বন্ধের সঙ্গে বিএনপির সমাবেশের কোনো সম্পর্ক নেই। আমরা কয়েকদিন আগে থেকেই এ সিদ্ধান্ত নিয়েছি। এর সঙ্গে বিএনপির সমাবেশের তারিখ মিলে গেলে আমাদের কী করার আছে।
মহাসড়কে এসব যান চলাচলে নিষেধাজ্ঞা থাকার পরও অবৈধভাবে এসব মহাসড়কে অবাধে চলাচল করছে। এর প্রতিবাদে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।
এন কে বি নয়ন/আরএইচ/এএসএম