ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ট্রাকে পিষ্ট হয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

জেলা প্রতিনিধি | রাজশাহী | প্রকাশিত: ১০:০৫ পিএম, ১০ নভেম্বর ২০২২

রাজশাহীর পবায় ট্রাকচাপায় রাসেল হোসেন (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার হরিয়ান ইউনিয়নের দহপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাসেল হোসেন উপজেলার হরিয়ান ইউনিয়নের উত্তর কাজিপাড়ার আলমগীর হোসেনের ছেলে।

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, রাসেল মোটরসাইকেল চালিয়ে মুরগির বিষ্টাবাহী একটি ট্রাকটিকে ওভারটেক করার চেষ্টা করেন। এ সময় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে যান। পরে ট্রাকের চাকায় পিষ্ট হন রাসেল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনার পর পরই ট্রাকটি পালিয়ে যায়। পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এসআর/জেআইএম