বিএনপির গণসমাবেশ
ফরিদপুরে লোগো-কোট পিন-ফিতা কেনার হিড়িক
বিএনপির লোগো, ধানের শীষ সংবলিত কোট পিন নিয়ে বসেছেন বিক্রেতা
ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে দুদিন আগে থেকে আসা শুরু করেছেন নেতাকর্মীরা। বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা এসব নেতাকর্মীদের মধ্যে বিএনপির লোগো, দলীয় প্রতীক ধানের শীষ সংবলিত কোট পিন ও মাথায় বাঁধার জন্য ফিতা কেনার হিড়িক পড়েছে। এ ছাড়া ছোট আকারের বাংলাদেশের পতাকাও বিক্রি হচ্ছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে ফরিদপুরের কোমরপুর আবদুল আজিজ ইনিস্টিটিউশন মাঠে সমাবেশস্থল এলাকায় গিয়ে এমন দৃশ্য চোখে পড়ে।
নারায়ণগঞ্জ থেকে লোগো কোট পিন, ফিতা, পতাকা বিক্রি করতে এসেছেন মো. সুমন মিয়া। বিএনপির প্রতিটি গণসমাবেশেই তিনি এসব সামগ্রী বিক্রি করছেন।

সুমন বলেন, ‘সারাদেশে বিএনপির যেখানেই বড় সমাবেশ হয়। আমি সেখানে এসব সামগ্রী বিক্রি করে থাকি। এতে আমার ব্যবসা হয় আবার সমাবেশও দেখা হয়। তাতে দুদিকে সুবিধা। ফরিদপুরে ভালো পরিবেশ দেখা যাচ্ছে। বেচাকেনাও বেশ ভালো হচ্ছে।’
আরেক বিক্রেতা সলেমান শেখ। তার বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার আনাখণ্ড গ্রামে। সালমান বলেন, ‘আমার মতো এখানে প্রায় ৩০ থেকে ৪০ জন বিক্রেতা এসব সামগ্রী বিক্রি করতে এসেছেন। বৃহস্পতিবার সারাদিন ১ হাজার টাকার সামগ্রী বিক্রি করেছি। শুক্রবার থেকে আরও বাড়বে।’
সমাবেশস্থল আবদুল আজিজ ইনিস্টিটিউশন মাঠে আগত বোয়ালমারী উপজেলার সাতৈর এলাকার জহুরুল ইসলাম জাগো নিউজকে বলেন, সব সময় এসব সামগ্রী কিনতে পাওয়া যায় না। গণসমাবেশস্থলে পেয়ে কয়েকশ টাকায় অনেকগুলো লোগো, কোট পিন কিনেছি। নিজে এবং বন্ধু ও সহকর্মীদের জন্য কিনে গিফট হিসেবে দিয়েছি। এছাড়া আমার মতো অন্যরাও এসব কিনছেন।’
১২ নভেম্বর ফরিদপুরের কোমরপুর আবদুল আজিজ ইনিস্টিটিউশন মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। ৩৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট থাকায় নেতাকর্মীরা আগে থেকেই সমাবেশস্থলে আসছেন। মাঠেই চলছে তাদের জন্য রান্না-বান্না। মাঠেই তারা থাকছেন।
এন কে বি নয়ন/এসজে/জিকেএস