ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গ্রাহকের ৪০ কোটি টাকা আত্মসাৎ, সমিতির পরিচালক কারাগারে

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০৯:৩০ এএম, ১১ নভেম্বর ২০২২

জামালপুরের দেওয়ানগঞ্জে ৪০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে যমুনা সমবায় সমিতির পরিচালক ও এম মেমোরিয়াল কলেজের লেকচারার আকবর হোসেনকে (৫০) গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এর

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, আকবর হোসেন ২০২০ সালে যমুনা বহুমুখী সমবায় সমিতির সাড়ে ছয় হাজার গ্রাহকের প্রায় ৪০ কোটি টাকা নিয়ে আত্মগোপনে যান। এরপর একাধিক সদস্য তার নামে আটটি মামলা করেন। এ সময় তিনি আদালতে হাজিরা না দেওয়ায় অনেকগুলো ওয়ারেন্ট ইস্যু হয়। তারপর থেকেই তাকে গ্রেফতারে পুলিশ তৎপর হয়ে ওঠে। সর্বশেষ বুধবার (৯ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর জাগো নিউজকে বলেন, অনেকদিন ধরে তাকে ধরার চেষ্টা চলছিল। বুধবার রাতে ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মো. নাসিম উদ্দিন/এসজে/জিকেএস