মাদারীপুরে তিন চাকার যানবাহন বন্ধের দাবিতে পরিবহন ধর্মঘট
মাদারীপুরে তিন চাকার সব ধরনের যান চলাচল বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস মালিক সমিতি। শুক্রবার (১১ নভেম্বর) সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়। এতে করে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বাস-মিনিবাস মালিক সমিতির নেতারা জানান, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও দীর্ঘদিন ধরে মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল করছে। এতে করে প্রায় দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে মানুষ। মহাসড়কে এসব যানবাহন চলাচল বন্ধের দাবিতে দুদিনের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

তবে মাদারীপুর জেলা বিএনপির নেতারা অভিযোগ করেন, ১২ নভেম্বরের ফরিদপুর বিভাগীয় মহাসমাবেশে মাদারীপুর থেকে নেতাকর্মীদের যাতায়াতের বাধা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে পরিবহন বন্ধ রাখা হয়েছে। এতে সরকারদলীয় লোকজন জড়িত বলেও দাবি করেন তারা।
মামুন মুন্সী নামের একযাত্রী বলেন, মাকে নিয়ে ফরিদপুর ডাক্তার দেখাতে যাবো। কিন্তু বাসস্ট্যান্ডে এসে জানতে পারি গাড়ি চলছে না। পরিবহন ধর্মঘট। এ অবস্থায় এখন আমি কী করব।
শাহফরিদ পরিবহনের মালিক দেলোয়ার হোসেন জানান, মালিকপক্ষের সিদ্ধান্ত মোতাবেক দুদিন শুধুমাত্র ফরিদপুরে পরিবহন চলাচল বন্ধ রাখা হয়েছে। এর বাইরে আর কিছুই বলা যাচ্ছে না।
মাদারীপুর বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান হাওলাদার জানান, মাদারীপুর থেকে রাজধানী ঢাকাসহ সারা বাংলাদেশে পরিবহন চলাচল করছে। ফরিদপুরে সরাসরি কোনো বাস ছেড়ে যাচ্ছে না। মহাসড়কে অবৈধ যানবাহন চলাচলের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান বলেন, শনিবার মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ি, ফরিদপুর ও শরিয়তপুর নিয়ে বিএনপির মহাসমাবেশ ফরিদপুরে হবে। এ সমাবেশে সাধারণ নেতাকর্মীদের উপস্থিতি কমাতে ধর্মঘট ডাক দিয়েছে মালিক সমিতি। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চেক জালিয়াতি মামলায় ওয়ারেন্টভুক্ত বিএনপি নেতা গ্রেফতার
- ২ মানিকগঞ্জে আগুনে পুড়লো বিআইডব্লিউটিএ’র গোডাউন
- ৩ রেললাইনে আগুন দিয়ে ৫ ঘণ্টা অবরোধ বিএনপি নেতাকর্মীদের, চরম দুর্ভোগ
- ৪ স্বামীকে হত্যাসহ ১০ মামলার আসামি আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার
- ৫ ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ