বাঘাবাড়ি নৌবন্দরে পুলিশ সেজে ডাকাতি
সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দর এলাকায় উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নসহ চারটি প্রতিষ্ঠানে পুলিশের পোশাক পরে ডাকাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার (১১ নভেম্বর) দিনগত গভীর রাতে ওই চার প্রতিষ্ঠান থেকে অন্তত ৪৩ লাখ ৫০ হাজার টাকা লুট করা হয়। এ ঘটনায় বন্দর পাড়ায় চরম আতঙ্ক বিরাজ করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাস মৃধা জাগো নিউজকে বলেন, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল ও অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে স্পিডবোটযোগে একদল ডাকাত নৌবন্দরের পাশে উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে ঢুকে পড়ে। এ সময় তাদের পরনে পুলিশের পোশাক ছিল। তারা প্রথমে নাইটগার্ড মোতালেব ও আরও একজনকে একটি ঘরে আটকে রাখেন। পরে সিসি ক্যামেরা ভেঙে উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন, পরিবহন শ্রমিক সমিতি, নয়নের আলো শ্রমিক সমিতি ও মোটর পরিবহন শ্রমিক সমিতি থেকে নগদ ৪৩ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যান।
উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহজাহান সিরাজ জাগো নিউজকে বলেন, ডাকাতরা পুলিশের পোশাক পরিহিত ছিলেন। তাদের হাতে অস্ত্র ছিল।
ওসি নজরুল ইসলাস মৃধা জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসআর/জেআইএম