ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জামালপুর সদর আওয়ামী লীগের সভাপতি মান্নান, সম্পাদক হাফিজুর

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ১০:০১ পিএম, ১২ নভেম্বর ২০২২

সাড়ে আট বছর পর জামালপুরের সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে টানা তৃতীয় মেয়াদে ডা. এম এ মান্নান খান সভাপতি এবং দ্বিতীয়বারের মতো অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (১২ নভেম্বর) বিকেলে শহরের সিংহজানী হাইস্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় অধিবেশনে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও শফিউল আলম চৌধুরী (নাদেল), সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল, আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন প্রমুখ।

মো. নাসিম উদ্দিন/এসআর/জেআইএম