শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে মোটরসাইকেল
গাজীপুরের শ্রীপুর উপজেলায় পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। রোববার (১৩ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পলক সিএনজি ফিলিং স্টেশনের সামনে ও দুপুর আড়াইটায় গুতার বাজার এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন- ময়মনসিংহের ভালুকা উপজেলার গাছুনিয়া গ্রামের আব্দুল আলিমের ছেলে মুছা মিয়া (৩৩) ও শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের মো. ইউনুছ আলীর ছেলে লিটন মিয়া (৩৫)।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস জাগো নিউজকে বলেন, সকাল ৯টায় মুছা মিয়া মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। পলক সিএনজি ফিলিং স্টেশনের সামনে দ্রুত গতির একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অপরদিকে, মাওনা ফাঁড়ির ইনচার্জ মিন্টু মিয়া জাগো নিউজকে বলেন, দুপুর আড়াইটায় উপজেলার জৈনাবাজার-শৈলাট আঞ্চলিক সড়কের গুতার বাজার এলাকায় কভার্ডভ্যানের নিচে চাপা পড়ে লিটন মিয়ার মোটরসাইকেল। ঘটনাস্থলেই লিটন মারা যান। চালকসহ কভার্ডভ্যানকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মো. আমিনুল ইসলাম/এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ শেরপুরে স্বতন্ত্র প্রার্থী মাসুদকে বিএনপি থেকে বহিষ্কার
- ২ অর্থবছরের প্রথম ৬ মাসে বেনাপোল কাস্টমসে ঘাটতি ১০১৩ কোটি টাকা
- ৩ শিশু নিবিড় হত্যায় দুজনের মৃত্যুদণ্ড, একজনের ২১ বছরের আটকাদেশ
- ৪ ছুটি নিয়ে বিদেশ চলে যাওয়ায় প্রাথমিকের ৪৯ শিক্ষক চাকরিচ্যুত
- ৫ আইসিডিডিআরবি হাসপাতালে রোগীর চাপ দ্বিগুণ, বেশিরভাগই শিশু