ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদ হারালেন আওয়ামী লীগ নেতা
জামালপুরে বহিষ্কৃত নেতার পক্ষ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় সুরুজ্জামান নামের এক আওয়ামী লীগ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তিনি জেলা আওয়ামী লীগের-যুগ্ম সাধারণ সম্পাদক।
রোববার (১৩ নভেম্বর) বিকেলে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, অধ্যাপক সুরুজ্জামানের ব্যবহৃত ফেসবুক আইডি থেকে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপুকে দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাই মর্মে একটি পোস্ট করা হয়। জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থেকে এই ধরনের কর্মকাণ্ড অসাংগঠনিক, বিব্রতকর ও সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি। এর আগেও তাকে এসব বিষয়ে মৌখিকভাবে সতর্ক করা হয়েছিল। কিন্তু বিভিন্ন সময় তিনি তা উপেক্ষা করেন। এ অবস্থায় তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হলো।
কেন তাকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে না, পত্র প্রাপ্তির সাতদিনের মধ্যে তার কারণ জানাতে বলা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ বহিষ্কারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
মো. নাসিম উদ্দিন/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুমিল্লা-১ আসনে মনোনয়নপত্র নিলেন ছাত্র অধিকারের কেন্দ্রীয় সভাপতি
- ২ ৪ মাসে পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১১ কোটি ৭৮ লাখ টাকা
- ৩ সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, অল্পের জন্য রক্ষা পান ১৯৪ যাত্রী
- ৪ মাগুরায় বেড়েছে শীতের তীব্রতা, ফুটপাতে গরম কাপড় বিক্রির ধুম
- ৫ বগুড়ায় খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপি নেতা