বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত
বাগেরহাটের কচুয়ায় সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেল নিহত হয়েছে। নিহতরা হলেন, বাবা শেখ আনোয়ার হোসেন (৮০) ও ছেলে শেখ হুমায়ুন কবির (৪৫)।
সোমবার দুপুর ১টার দিকে কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের বিছট এলাকায় ব্যাটারি চালিত ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কচুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শমসের আলী জাগো নিউজকে জানান, কচুয়ার সাইনবোর্ড এলাকার শেখ আনোয়ার হোসেন তার ছোট ছেলে শেখ হুমায়ুন কবিরের সঙ্গে মোটরসাইকেলে করে মোড়েলগঞ্জের দৈবজ্ঞহাটি যাচ্ছিলেন। তারা কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের বিছট নামকস্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা মোটর চালিত একটি ভ্যানের সঙ্গে মোটর সাইকেলটির মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী আনোয়ার হোসেন ও তার ছেলে হুমায়ুন কবির গুরুতর জখম হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শওকত আলী বাবু/এফএ/ এমএএস/এবিএস