ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নাটোরে ট্রেনের ইঞ্জি সহ ৪টি বগি লাইনচুত্য

প্রকাশিত: ১০:৪৬ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

নাটোরের আব্দুলপুর রেলওয়ে জংশন এলাকায় দ্রুতযান এক্সপেস টেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচুত্য হয়েছে। তবে রাজধানী ঢাকাসহ দক্ষিনাঞ্চল এবং উত্তরাঞ্চলের সঙ্গে বিকল্প পথে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। সোমবার সকালে এই ঘটনা ঘটে।

আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম জনান, ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী দ্রুতযান এক্সপেস ট্রেনটি ৩ নম্বর লাইন দিয়ে যাওয়ার কথা। কিন্তু ট্রেনের চালক সিগন্যাল ভুল করে ৫ নম্বর লাইনে ঢুকে যায়। এতে দ্রুতযান এক্সপেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচুত্য হয়। তবে এসময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে খবর পেয়ে ঈশ্বরদি জংশনের উদ্ধারকারী রিলিফ ট্রেন লাইনচুত্য ট্রেনটি সরানোর কাজ করছে।

স্টেশন মাস্টার আরো জানান, ঘন কুয়াশার কারণে চালক সিগন্যাল দেখতে না পাওয়ার কারণে এ ধরনের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো তদন্ত কমিটি গঠিত হয়নি।

রেজাউল করিম/এফএ/এমএএস/এবিএস