শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ বাঁচবে: নাহিদ
সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মানুষের অধিকার রক্ষার জন্য নৌকায় ভোট দিতে হবে, শেখ হাসিনাকে ভোট দিতে হবে। মনে রাখবেন শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ বাঁচবে, না হলে বিএনপি-জামায়াত সব শেষ করে দেবে।
তিনি বলেন, বাংলাদেশের সব আশ্রয়হীন মানুষকে লাল সবুজের ঘর বানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নেতৃত্বে আছেন বলেই বাংলাদেশের মানুষ আজ শান্তিতে বাঁচতে পারছে।
বুধবার (১৬ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শিক্ষা, চিকিৎসা, যোগাযোগের ক্ষেত্রে বিশ্বের বুকে এখন রোল মডেল। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনার সরকারকে জয়ী করতে হবে।
এছাড়াও অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুল সামাদ আজাদ ডন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন প্রমুখ বক্তব্য রাখেন।
লিপসন আহমেদ/আরএইচ/এমএস