ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আমরা গণতন্ত্রহীন পরিবেশে বাস করছি: তানিয়া রব

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৭:০৭ পিএম, ১৬ নভেম্বর ২০২২

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সহ-সভাপতি বেগম তানিয়া রব বলেছেন, আমরা গণতন্ত্রহীন পরিবেশে বাস করছি। মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। গত কয়েক সেশন জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারছে না। গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে। ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে।

বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে জেএসডির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তানিয়া রব বলেন, দেশের মানুষের টাকা পাচার হয়ে যাচ্ছে, বেগম পাড়া তৈরি হয়েছে। রিজার্ভ যেভাবে শূন্য হয়েছে তাতে দেশের ১৮ কোটি মানুষের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। সেখান থেকে দেশবাসীকে বাঁচানোর জন্য গণতন্ত্র মঞ্চ করা হয়েছে। যারা ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে কথা বলছেন, আন্দোলন করছেন, তাদের সঙ্গে নিয়েই আমরা লড়াইয়ে অবতীর্ণ হবো। জনগণকে সঙ্গে নিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করবো।

জেএসডির জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনছুরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল মোতালেবের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেএসডি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, সাংগঠনিক সম্পাদক শাহাদাত এম এ ইউসুফ ও জেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আকবর হোসেন। এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কাজল কায়েস/এসআর/এএসএম