ভোলায় জেএমবির সদস্য গ্রেফতার
ভোলার মনপুরায় মুক্তি মহিউদ্দিন ওরফে ময়েজ (৩৫) নামের এক জেএমবির সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ সাকুচিয়ার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।
মুক্তি মহিউদ্দিন ময়েজ ওই ওয়ার্ডের মো. তোফায়েলের ছেলে।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদ আহম্মেদ জানান, ওই এলাকা থেকে মুক্তি মহিউদ্দিন ময়েজ নামের জেএমবির এক সদস্যকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে পাঠানো হবে। তার বিরুদ্ধে ঢাকার গাজীপুরের জয়দেবপুর থানায় মামলা রয়েছে। তার বিরুদ্ধে ওই মামলায় গ্রেফতারি পরোয়ানা আসলে আমরা তাকে গ্রেফতার করি।
জুয়েল সাহা বিকাশ/আরএইচ/এমএস