বিএনপি-আওয়ামী লীগ-পুলিশ সংঘর্ষ
সিরাজগঞ্জে ঘটনাস্থল থেকে তাজা ৫ ককটেল উদ্ধার
সংঘর্ষস্থল থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়
সিরাজগঞ্জের কামারখন্দে বিএনপির সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষের স্থল থেকে পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। তবে এ ককটেল উদ্ধারের পর দুদলের শীর্ষ নেতারা একে ওপরকে দোষারোপ করছেন। এ নিয়ে তদন্ত করছে পুলিশ৷
শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের বিএনপি কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছয় পুলিশ সদস্যসহ ২০ জন আহত হন৷
খোঁজ নিয়ে জানা যায়, ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির সমাবেশ সফল করতে কামারখন্দে দলীয় কার্যালয়ে এক আলোচনা আয়োজন করে দলটি। পরে দলের নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধে। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ হয়।

পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিবাদ মিছিল ও সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি হোসেন আলী হাসান অভিযোগ করে বলেন, বিএনপি নাশকতার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। বিএনপি আবার দেশে জ্বালাও পোড়াও ও বোমাবাজি শুরু করেছে।
তবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জাগো নিউজকে বলেন, কামারখন্দে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। এ সময় আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা ও ককটেল নিক্ষেপ করে। শুধু তাই নয়, আমাদের সাবেক সংসদ সদস্যের গাড়িসহ তাকেও আহত করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ বিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরন্নবী প্রধান জাগো নিউজকে বলেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। ঘটনাস্থল থেকে একটি বিস্ফোরিত ও পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। এগুলো কোথা থেকে এলো সে বিষয়ে তদন্ত চলছে।
এসজে/এএসএম