একদিন পিছিয়ে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন মঙ্গলবার
লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন একদিন পিছিয়ে মঙ্গলবার (২২ নভেম্বর) নির্ধারণ করা হয়েছে। সোমবার সশস্ত্র বাহিনী দিবস হওয়ায় সম্মেলন পেছানো হয়েছে বলে জানিয়েছে জেলা কমিটির সভাপতি গোলাম ফারুক পিংকু।
এদিকে সম্মেলনে জেলা স্টেডিয়ামে অর্ধলাখ নেতাকর্মী জড়ো করার সিদ্ধান্ত নিয়েছেন শীর্ষ নেতারা। জেলার ৫৮ ইউনিয়ন থেকে এক হাজার করে নেতাকর্মী আনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এটি সফল করতে ৬টি উপ-কমিটি করা হয়েছে। সম্ভাব্য সভাপতি, সাধারণ সম্পাদক প্রার্থী ও তাদের অনুসারীরা রং-বেরঙের বিলবোর্ড, তোরণ, ব্যানার, পেস্টুন-পোস্টার করেছেন। রায়পুর-লক্ষ্মীপুর সড়ক ও স্টেডিয়ামসহ আশপাশের এলাকায় গুরুত্বপূর্ণ স্থানে কেন্দ্রীয় নেতাদের ছবি দিয়ে দুই শতাধিক শুভেচ্ছা তোরণ নির্মাণ করা হয়।

সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্মেলন উপস্থিত থাকার কথা রয়েছে। এসময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাববু উল আলম হানিফ উপস্থিত থাকবেন।
এর আগে ২০১৫ সালে ৩ মার্চ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে গোলাম ফারুক পিংকুকে সভাপতি ও নুর উদ্দিন চৌধুরী নয়নকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। একাধিকবার তারিখ ঘোষণার পর এবার ৭ বছর ৮ মাস পর জেলা আওয়ামী লীগের সম্মেলন আয়োজন করা হয়।

জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু বলেন, সম্মেলনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে। জেলাব্যাপী নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ বিরাজ করছে। এটি সফল করতে সাংগঠনিক শাখাগুলোতে দফায় দফায় প্রস্তুতি সভা করছি। দল আমার শ্রম-ত্যাগ আবারও মূল্যায়ন করবেন।
কাজল কায়েস/আরএইচ/জেআইএম