কারেন্ট জালের মামলায় কারাগারে ইউপি চেয়ারম্যান
মুন্সিগঞ্জে অবৈধ কারেন্ট জাল তৈরি ও সংরক্ষণের ঘটনায় নৌপুলিশ ও কোস্টগার্ডের করা মামলায় সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের চেয়ারম্যান হাজী গোলাম মোস্তফাকে কারাগারের পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (২০ নভেম্বর) আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
দুপুর ১টার দিকে মুন্সিগঞ্জ আমলি আদালত-১ এর বিচারক চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া রহমান এ আদেশ দেন।
মুন্সিগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর জামাল হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কারেন্ট জাল তৈরি ও সংরক্ষণ সংক্রান্ত পাঁচটি মামলায় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পাঁ
পাঁচটি মামলার মধ্যে চারটির বাদী নৌপুলিশ ও একটির কোস্টগার্ড বলেও জানান তিনি।
গত ২৮ আগস্ট ও ৭ সেপ্টেম্বর নৌপুলিশের পৃথক অভিযানে পঞ্চসার ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তাফার মালিকানাধীন কারখানা থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল ও সরঞ্জাম জব্দ করা হয়। পরে নৌপুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে চারটি মামলা করে। অপর মামলাটি করে কোস্টগার্ড।
আরাফাত রায়হান সাকিব/এসআর/জিকেএস