ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জে মাহফুজ আনামের বিরুদ্ধে সমন জারি

প্রকাশিত: ০৬:৩৬ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

দশ কোটি টাকা মানহানির মামলায় ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে সমন জারি করেছে নারায়ণগঞ্জের একটি আদালত।

মঙ্গলবার সকালে জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক মহসিন মিয়া বাদী হয়ে মানহানির মামলা দায়ের করেন। পরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান শরীফের আদালত মামলাটি আমলে নিয়ে মাহফুজ আনামের বিরুদ্ধে সমন জারি করেন।

শুনানিতে উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল।

বাদী মামলায় উল্লেখ করেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মাহফুজ আনাম তার ডেইলি স্টার পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করেছিলেন যাতে প্রধানমন্ত্রীর মানহানি হয় এবং তাকে এই সংবাদের কারণে জেল জুলুম নির্যাতন সহ্য করতে হয়। সম্প্রতি তিনি স্বীকারও করেছেন যে তার প্রকাশিত সংবাদ মিথ্যা ছিল।

শাহাদাত হোসেন/এফএ/এসএস/আরআইপি