সিরাজগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেফতার
সিরাজগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন সানুকে (৩৮) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২০ নভেম্বর) বিকেলে পৌর এলাকার ধানবান্ধী মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির সুমন জানান, সানোয়ার হোসেন সানু ওই গ্রামের একটি পরিবারের কাছে চাঁদা দাবি করেন। পরে তারা থানায় অভিযোগ করলে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হয়েছে। এ ছাড়াও তার নামে ৪৭টি মামলা ও সাতটি ওয়ারেন্ট রয়েছে।
আরএইচ/জিকেএস